29 C
আবহাওয়া
৯:০৯ অপরাহ্ণ - জুন ২৮, ২০২৪
Bnanews24.com
Home » জাপানে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

জাপানে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত

বিএনএ, বিশ্বডেস্ক : জাপানের মিয়াগি প্রদেশ উপকূলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘটনায় বড় ধরনের সুনামি সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ডয়চে ভেলে জানায়, ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলে এক মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে।  মিয়াগি প্রদেশ উপকূলে প্রশান্ত মহাসাগরের ৬০ কিলোমিটার (৩৭ মাইল) গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।

এর আগে ২০১১ সালের ১১ মার্চ জাপানে ভয়াবহ রকমের ভূমিকম্প আঘাত হনেছিল। সেবার ৯ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পের পাশাপাশি ভয়ঙ্করভাবে সুনামি আঘাত হানে। এ ঘটনায় স্থানীয় পারমাণবিক স্থাপনাও ধ্বংস হয়ে যায়। যার ফলে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে ।

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ