বিএনএ, ঢাকা:রাজধানীর যাত্রাবাড়ী ও বায়তুল মোকাররম মসজিদ থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছে তিন যুবক। এ সময় যাত্রাবাড়ীর ওই যুবকের কাছ থেকে ২ লাখ টাকা নিয়ে যায় প্রতারক চক্র। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে অচেতন অবস্থা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তারা হলেন, যাত্রাবাড়ী থেকে আসা মৎস্য আড়তের কর্মচারী রহিম উল্লাহ(২৬) , বায়তুল মোকাররম মসজিদ থেকে আসাদ শাহেদ(১৯) ও মোহাম্মদ হানিফ(২০)।
যাত্রাবাড়ী থেকে রহিম উল্লাহকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শান্তু রায় জানান, আমরা যাত্রাবাড়ীর রেইনবো এন্টারপ্রাইজ মাছের আড়তে কাজ করি। দুপুরের দিকে রহিম এবি ব্যাংকে ২ লাখ টাকা জমা দিতে যায়। পরে সে অজ্ঞান পার্টির কবলে পড়ে ইসলামী ব্যাংকের সামনে পড়ে থাকে। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এ সময় তার কাছে থাকা ব্যাংকে জমা দিতে যাওয়া দুই লক্ষ টাকা নিয়ে যায় প্রতারক চক্র। পরে তাকে স্টোমাকওয়াস দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
অপরদিকে বায়তুল মোকাররম থেকে শাহেদ ও হানিফকে নিয়ে আসা জাহিদ জানান, তারা মসজিদে নামাজ পড়ার জন্য যায়। পরে মসজিদে খেজুর খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। তবে, তাদের কাছ থেকে প্রতারক চক্র কি নিয়ে গেছে জ্ঞান ফিরলে সেটি জানা যাবে। তাদের দুজনকেই স্টোমাকওয়াসের পর ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী ও বায়তুল মোকাররম মসজিদ থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ৩ জনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে তাদের ৩ জনকেই ওয়ার্ডে ভর্তি রাখেন চিকিৎসক। যাত্রাবাড়ী থেকে নিয়ে আসা রহিম উল্লাহ সহকর্মী জানান ব্যাংকে টাকা দিতে যাওয়ার সময় তার কাছে থাকা দুই লাখ টাকা নিয়ে যায় প্রতারক চক্র। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি/এইচমুন্নী