33 C
আবহাওয়া
৩:০৯ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » মাউশির নতুন মহাপরিচালক মুহাম্মদ আজাদ খান

মাউশির নতুন মহাপরিচালক মুহাম্মদ আজাদ খান

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

বিএনএ,ঢাকা:  নিয়োগ দেওয়ার মাত্র ২০ দিনের মাথায় সরিয়ে দেওয়া হলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নতুন মহাপরিচালক অধ্যাপক মো. এহতেসাম উল হককে। তাকে ওএসডি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটিতে নতুন মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

মাউশির মহাপরিচালকের পদটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শীর্ষ পদ হিসেবে বিবেচনা করা হয়। গত ৩০ জানুয়ারি এই পদে নিয়োগ পেয়েছিলেন রসায়নের অধ্যাপক এহতেসাম উল হক। এতদিন তিনি পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত ছিলেন। কিন্তু নিয়োগের পর তাকে প্রত্যাহার করার দাবিতে শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষক–কর্মচারী ঐক্যজোট নামের একটি সংগঠন।

এ পরিস্থিতিতে এহতেসাম উল হককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মুহাম্মদ আজাদ খানকে মাউশির নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছে।

বিএনএনিউজ২৪,এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ