বিএনএ ডেস্ক, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগে ১০ জনের তালিকা জমা দেয়া হবে ২৪ ফেব্রুয়ারির মধ্যে। তবে চূড়ান্ত সেই ১০ জনের তালিকা প্রকাশ করবে না সার্চ কমিটি।
সন্ধ্যায় (২০ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান, সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। তিনি জানান, সার্চ কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত ১০ জনের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সার্চ কমিটির সভাপতি জানান, ২০ জন থেকে রবিবারের বৈঠকে সবশেষ ১২-১৩ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি সার্চ কমিটির পরবর্তী সভায় ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।
ওবায়দুল হাসান জানান, ২৪ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত তালিকা রাষ্ট্রপতির নিকট জমা দেয়া হবে।
এর আগে চার দফায় ৪৭ বিশিষ্ট নাগরিকের মতামত নেয় অনুসন্ধান কমিটি। রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে পাওয়া তিন শতাধিক নাম ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করে সার্চ কমিটি।
বিএনএ/এ আর