14 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ইতালি থেকে পণ্যের আড়ালে চট্টগ্রামে পিস্তল-বুলেট

ইতালি থেকে পণ্যের আড়ালে চট্টগ্রামে পিস্তল-বুলেট

ইতালি থেকে পণ্যেরি আড়ালে চট্টগ্রামে পিস্তল-বুলেট

বিএনএ,চট্টগ্রাম : ইতালি থেকে গৃহস্থালি পণ্যেরে আড়ালে আসা ২টি ৮এমএম পিস্তল, ২টি খেলনা পিস্তল এবং ৬০টি কার্তুজ উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস। রোববার ( ২০ ফেব্রুয়ারি) গৃহস্থালি পণ্যেরে পেপার কার্টনের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

কাস্টমসের নথি অনুযায়ী, ইতালির রোম থেকে চালানটি পাঠিয়েছেন রাজীব বড়ুয়া নামের এক প্রবাসী। চট্টগ্রামের সিজিএস কলোনির কামরুল হাসান নামে এক ব্যক্তির কাছে চালানটি পাঠানো হয়।

কাস্টমসের উপ-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রেজভী জানান, ‘চালানটিতে ড্রিল মেশিন, কাচের গ্লাস, সাবান, চকলেট, ছুরি, ফ্রাইপ্যান, লোশন, লেডিস ব্যাগ, হ্যান্ড ব্যাগ, আইরন ও মাল্টিপ্লাগসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে বিশেষভাবে লুকানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। এ বিষয়ে সন্দেহভাজন অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ আইনি ব্যবস্থা নিচ্ছে কাস্টম হাউস কর্তৃপক্ষ বলে জানান তিনি।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ