20 C
আবহাওয়া
৮:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » সন্দ্বীপে জামিনের বকেয়া টাকার দ্বন্দ্বে খুন

সন্দ্বীপে জামিনের বকেয়া টাকার দ্বন্দ্বে খুন

সন্দ্বীপে জামিনের বকেয়া টাকার দ্বন্দ্বে খুন

বিএনএ, চট্টগ্রাম: সন্দ্বীপে জামিনের টাকার দ্বন্দ্ব নিয়ে প্রতিপক্ষের আঘাতে একজন খুন হয়েছে। খুন হওয়া ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম আইয়ুব (৬২)। তিনি উপজেলার গাছুয়া ইউনিয়নের দৈলার বাড়ির মৃত মো.আবদুল্লাহর পুত্র। খুনের ঘটনায় অভিযুক্ত মো.সাহাবউদ্দিন সুমন পলাতক রয়েছে।

নিহতের স্বজনরা জানান, জাহাঙ্গীর আলম সকাল থেকে তার বাড়িতে কাজ করছিলেন। দুপুরে সাহাবউদ্দিন সুমন সহ কয়েকজন জাহাঙ্গীর আলমের বাড়িতে আসে। তাদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে সাহাবউদ্দিন সুমন লোহার রড দিয়ে জাহাঙ্গীর আলমের মাথার পিছনে আঘাত করতে জাহাঙ্গীর আলম সেখানেই চিৎকার করে লুটিয়ে পড়ে। স্বামীর চিৎকারের শব্দ শুনে জাহাঙ্গীর আলমের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছার আগে সাহাবউদ্দিন তার সহযোগী সহ একটি মোটরসাইকেল করে জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে অবস্থা বেগতিক দেখে সুমন জাহাঙ্গীরকে সন্দ্বীপ গাছুয়া সরকারি হাসপাতালে পৌঁছে দিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানাযায়, জাহাঙ্গীরের সাথে প্রতিবেশী তাহেরের সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তাহের জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করায়। মামলায় জাহাঙ্গীর গ্রেফতার হয়ে জেলে গেলে সাহাবউদ্দিন সুমন তার জামিন করান। জামিনের খরচ বাবদ সাহাবউদ্দিন সুমন জাহাঙ্গীর আলমের কাছে দুই লাখ টাকা দাবি করে। জাহাঙ্গীর অর্ধেক টাকা পরিশোধ করে। দাবির বাকি টাকা নিয়ে সুমন ও জাহাঙ্গীরের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই টাকার জের ধরে জাহাঙ্গীরকে সুমন আঘাত করলে তার মৃত্যু হয়।

সন্দ্বীপ থানার পুলিশের ওসি মো.মনিরুল ইসলাম বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম নামে একজন খুন হয়েছে। আমি ঘটনাস্থলে রয়েছি।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ