বিএনএ, ঢাকা: টারমিনেটরখ্যাত হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারকে কে না চেনে? বিশ্বনন্দিত এ তারকাকে জার্মানির মিউনিখ বিমানবন্দরে তিন ঘণ্টা আটক রেখে জেরা করা হয়।
পণ্য ঘোষণা ফরমে সঙ্গে যা যা রয়েছে, সব তথ্য সঠিকভাবে জানালেও ভুলবশত নিজের দামি একটি ‘আডেমার্স পাগুয়ে’ ঘড়ির কথা ভুলে যান তিনি । আর এতে আটকে যান শোয়ার্জনেগার ।
সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, বিলাসবহুল ঘড়িটি ইউরোপে নিলামের জন্য মূল্য ধরা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ৫৪ লাখ ৫০ হাজার টাকা। যার ফলে বিমানবন্দরের শুল্ক বিভাগের মুখোমুখি হতে হয় শোয়ার্জনেগারকে।
মিউনিখ বিমানবন্দরের প্রেস অফিসার জানান, তিনি একটিমাত্র পণ্যের ঘোষণা করেননি। এটা তার একটি ঘড়ি। যে পণ্য ইউরোপের বাইরে থেকে আমদানি করে ইউরোপে ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছে। সে ক্ষেত্রে সবার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, সেটাই করা হয়েছে।
মূলত, যুক্তরাষ্ট্রের এই প্রবীণ অভিনেতা একটি দাতব্য সংস্থাকে অর্থ সাহায্যের জন্য ঘড়িটি এনেছিলেন নিলামে বিক্রির জন্য। নিলামে ঘড়িটি বিক্রি করে যে অর্থ পেতেন, সেগুলো দাতব্য সংস্থাকে দান করার জন্য জার্মানি ভ্রমণে গিয়েছিলেন তিনি।
বিএনএ/ ওজি