17 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » U19 WOMEN’S T20WC : ২১ জানুয়ারি ৪টি ম্যাচ

U19 WOMEN’S T20WC : ২১ জানুয়ারি ৪টি ম্যাচ

icc women's u19 t20 world cup 2023

বিএনএ স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় চলমান অনুর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের( ICC U19 Women’s T20 World Cup 2023) সুপার টুয়েলভ পর্বে ২১ জানুয়ারি শনিবার ৪টি খেলা ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার(২০জানুয়ারি) স্কটল্যান্ড ও ইন্দোনেশিয়া নিজ নিজ খেলায় জয় পেয়েছে।

শুক্রবারের খেলার ফলাফল

ইউএসএ প্রথমে ব্যাট করে ৭উইকেটে ১৪৭রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে স্কটল্যান্ড ৫ উইকেটের বিনিময়ে ১৪৮রান সংগ্রহ করে জয় নিশ্চিত করেছে। তারা ১৯.৪ওভারে জয়ের বন্দরে পৌছে যায়।

অন্যদিকে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ওভারে ৮উইকেট হারিয়ে শুধু মাত্র ৮৬রান করতে সক্ষম হয়। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৮ ওভারে ৭উইকেট হারিয়ে ৮৭ রান নিয়ে জয় নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া।

ICC U19 Women’s T20 World Cup 2023 শনিবার(২১ জানুয়ারি ২০২৩) এর যে খেলা অনুষ্ঠিত হবে:

রুয়ান্ডা-নিউজিল্যান্ড –North-West University Oval, Potchefstroom-বেলা ২টায়(বাংলাদেশ সময়)

আয়ারল্যান্ড-ইংল্যান্ড-JB Marks Oval, Potchefstroom-বেলা ২টায়(বাংলাদেশ সময়)

ইন্ডিয়া-অস্ট্রেলিয়া-North-West University Oval, Potchefstroom-সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট(বাংলাদেশ সময়)

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা-JB Marks Oval, Potchefstroom-সন্ধ্যা ৫টা ৪৫ মিনিট(বাংলাদেশ সময়)

বিএনএনিউজ২৪,ICC U19 Women’s T20 World Cup 2023, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ