29 C
আবহাওয়া
১:৪৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৫
Bnanews24.com
Home » করোনা আপডেটঃআরও ১৫০৪ মৃত্যু(২০ জানুয়ারি)

করোনা আপডেটঃআরও ১৫০৪ মৃত্যু(২০ জানুয়ারি)

করোনা আপডেটঃআরও ১৫০৪ মৃত্যু(২০ জানুয়ারি)

বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৫০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৬১৩ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৩৯ হাজার ১৭১ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৭ কোটি ২৫ লাখ ৬৫৪ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে জাপানে। একই সময়ে এ ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। দৈনিক মৃত্যুতে এর পরেই রয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, রাশিয়ার মতো দেশগুলো।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ২২ হাজার ৪৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জাপানে করোনায় মারা গেছেন ৪৫১ জন। এ সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৯৬ হাজার ৩৯২ জনের।

ব্রাজিলে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯২২ জন। এ সময়ে দেশটিতে করোনায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৬৪ জন, তাইওয়ানে ৪৮ জন, দক্ষিণ কোরিয়ায় ৪৭ জন, রাশিয়ায় ৪০ জন করোনায় মারা গেছেন।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ