26 C
আবহাওয়া
৯:১৫ অপরাহ্ণ - আগস্ট ৮, ২০২৫
Bnanews24.com
Home » ইরান থেকে তেল কিনছে চীন

ইরান থেকে তেল কিনছে চীন


বিএনএ, বিশ্বডেস্ক : ইরান থেকে গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো তেল আমদানি করার তথ্য দিয়েছে চীনা কাস্টমসের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। ইরানের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা থাকার পরেও চীনের পক্ষ থেকে তেল কেনার এই তথ্য জানানো হলো।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়- ২০২১ সালের ডিসেম্বর মাসে ইরান থেকে দুই লাখ ৬০ হাজার ৩১২ টন অপরিশোধিত তেল কিনেছে। তবে চীনের কোন কোম্পানি এই তেল কিনেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয় নি।
এর আগে ইরান থেকে তেল কেনার বিষয়ে চীন সর্বশেষ তথ্য জানিয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে। সে সময় বেইজিং জানিয়েছিল- তারা ইরান থেকে পাঁচ লাখ ২০ হাজার টন তেল আমদানি করেছে।

বেসরকারিভাবে চীন ইরান থেকে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেলের বেশি তেল আমদানি করে থাকে। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার পরেও গত আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে গড়ে এই পরিমাণ তেল কিনেছে চীনা কোম্পানিগুলো। তবে ডিসেম্বর মাসে বেইজিং তেল কেনার পরিমাণ বাড়িয়েছিল। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ