নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, নদীর নাব্যতা রক্ষা, দখল ও দূষণরোধে জেলা প্রশাসকদের যথেষ্ট ভূমিকা আছে। জেলা প্রশাসকগণ সংশ্লিষ্ট জেলার নদীরক্ষা কমিটির সভাপতি। নদী রক্ষায় তাদেরকে আরো জোরদার ভূমিকা পালন করতে হবে।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার(২০ জানুয়ারি) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন-২০২২ এ যোগদান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিভিন্ন স্থানে নদী থেকে নিয়ন্ত্রনহীনভাবে বালু উত্তোলন করা হয়। এতে করে নদী তীর ভেঙ্গে যায় এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়। বালু উত্তোলন প্রক্রিয়া সঠিকভাবে মনিটরিং করতে হবে। পাশাপাশি যে সমস্ত জেলায় স্থলবন্দর রয়েছে- সেখানে অনৈতিক কর্মকান্ড যাতে না হয়, সে বিষয়গুলোতে জোর দিতে জেলাপ্রশাসকদের নির্দেশ দেন মন্ত্রী। নৌ আইন বাস্তবায়ন করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌখাতে প্রচুর বিনিয়োগ করছেন উল্লেখ করে তিনি বলেন, এর প্রয়োগ সঠিক রাখা এবং যাত্রীবান্ধব করা আমাদের সকলের দায়িত্ব।