22 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে পিকআপ -অটোরিকশা সংঘর্ষে নিহত ২

টেকনাফে পিকআপ -অটোরিকশা সংঘর্ষে নিহত ২

দুর্ঘটনা

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে  পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন  নিহত হয়েছে।  আহত হয়েছেন আরও দুইজন।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের মিঠা পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ।

নিহতরা হলেন সিএনজি অটোরিকশার চালক টেকনাফ নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ সাদেক ও যাত্রী জালিয়াপাড়ার বাসিন্দা মাহফুজা বেগম। আহতদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী ডব্লিউএফপির পিকআপভ্যান ও টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি রাস্তা থেকে ছিটকে কৃষি জমিতে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ