17 C
আবহাওয়া
১১:৫১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে স্ত্রীকে মারধর: স্বামী আটক

ধামরাইয়ে স্ত্রীকে মারধর: স্বামী আটক

ধামরাইয়ে স্ত্রীকে মারধর: স্বামী আটক

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে  স্ত্রীকে মারধরের ঘটনায় বাবু (৩৭) নামে এক ব্যক্তিকে  আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনপ্রতিনিধি।বুধবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার সূয়াপুর ইউনিয়নের কুটির চর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক বাবু সূয়াপুর ইউনিয়নের কুটির চর গ্রামের সামছুল হকের ছেলে। পেশায় তিনি ট্রাক চালক।

স্থানীয় লোকজন বলেন, বাবু এলাকায়  সন্ত্রাসী কার্যক্রম চালাতো। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

সূয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান সোরহাব জানান, সকালে বাবু ও তাঁর স্ত্রীর সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে পিস্তল দিয়ে মারধর করে। এমতাবস্থায় স্ত্রীর  চিৎকারে আশপাশের লোকজন তাকে আটক করে আমাকে ফোন দেয়। পরে অস্ত্রসহ ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করি।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন, অস্ত্রসহ বাবু নামের ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে প্রতিবেশীরা পিটুনি দেয় দ আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

বিএনএ/ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ