17 C
আবহাওয়া
৬:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » সরকার বিশেষ দলকে ক্ষমতায় আনতে চায়!

সরকার বিশেষ দলকে ক্ষমতায় আনতে চায়!


বিএনএ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পর এবার অন্তর্বর্তী সরকার ও ছাত্রনেতাদের উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘নির্বাচনে কালক্ষেপণ করে বিশেষ দলকে ক্ষমতায় আনার চেষ্টা করলে তা মঙ্গলজনক হবে না।’ সোমবার রাজধানীর বনানীতে বিজয় র‌্যালিতে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।

YouTube player

পার্থ বলেন, ‘বাংলাদেশের মানুষ ১৭ বছর ভোট দেয় নাই। আমরা জনগণের কথা বলি। তোমরা যদি কোনোভাবে সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য, তাহলে মনে রাখতে হবে—তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছো। আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়েরা একটা জিনিস পরিষ্কার, শেখ হাসিনা বা আওয়ামী লীগের ১৭ বছর লেগেছে, তোমাদের মাথা খারাপ হতে ১৭ মিনিটও লাগবে না। আমরা তোমাদের সহযোগিতা করতে চাই। নির্বাচনমুখী একটা সংস্কার চাই।

ইউনূস সরকারকে উদ্দেশ্য করে বিজেপি চেয়ারম্যান আরও বলেন, অর্থনীতি আর রাজনীতি এক না। অর্থনীতিতে দুই আর দুই মিলে চার হয়, রাজনীতিতে দুই আর দুই মিলে ২২ হয়।’

এদিকে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল ও কৃষকদলের নেতাকর্মীরা মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে জাতীয় নাগরিক কমিটির আলোচনা সভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এ সময় সভার চেয়ার ভাঙচুর ও সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য ডা. মাহমুদা মিতুকে পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ১৬ ডিসেম্বর বরিশাল মহানগরের সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, জামায়াত ইসলামী এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে গঠিত ‘জাতীয় নাগরিক কমিটি’র রাজনৈতিক অভিলাষের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন ও সহযোগীতার বিষয়টি মেনে নিতে পারছে না রাজনৈতিক দলগুলো। বিশেষ করে বিএনপি। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে মানসিক দুরত্ব বাড়ছে। যা আগামীতে আরও প্রকট হয়ে উঠবে।

শামীমা চৌধুরী শাম্মী

Loading


শিরোনাম বিএনএ