বিএনএ , চট্টগ্রাম : দেশের সমসাময়িক রাজনীতি, অর্থনীতির খবরের অন্তরালের খবরের ইউটিউবভিত্তিক চ্যানেল বিএনএনিউজ২৪। মাত্র ছয়মাসে লাখো সাবস্ক্রাইবারের মাইলফলক অতিক্রম করেছে।অতি অল্প সময়ে বিএনএনিউজ২৪ডটকম রাজনৈতিক এলিটদের কাছে বেশ সাড়া জাগিয়েছে। খবরের অন্তরালের খবর জানতে প্রতিদিন রাজনৈতিক সচেতন ব্যক্তিরা উম্মুখ থাকে। বিশ্লেষণভিত্তিক সংবাদের জন্য ইউটিউব কর্তৃপক্ষ বিএনএ নিউজ টিমকে অভিনন্দন জানিয়েছে। লাখো সাবস্ক্রাইবার অতিক্রান্ত হওয়ার এ মাহেন্দ্রক্ষণকে উদযাপন করল বিএনএ পরিবার।বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর )পোর্টল্যান্ড সাত্তার টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে সেলিব্রেশন করেন বিএনএ’র প্রধান সম্পাদক ও প্রকাশক জাকির হোসেনসহ বিএনএ টিমের সদস্যরা। আরও উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা।
এ উপলক্ষে বিএনএনিউজ২৪ডটকম এর প্রধান সম্পাদক জাকির হোসেন ও পরিচালক হাদিদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল বিএনএ পোর্টাল ও ইউটিউব চ্যানেলের সংবাদকর্মীরা ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনএ’র নির্বাহী সম্পাদক ইয়াসীন হীরা, বার্তা সম্পাদক ওসমান গনী, প্রতিবেদক ও ভয়েস আর্টিস্ট শামীমা চৌধুরী শাম্মী, সিনিয়র প্রতিবেদক হাসান মুন্না, ভিডিও এডিটর দিদারুল ইসলাম, স্ক্রীপ্ট রাইটার রেহানা ইয়াছমিন, প্রতিবেদক এনামুল হক নাবিদ, আলোকচিত্রী সাংবাদিক সাইদুল আজাদ, বাচ্চু বড়ুয়া ও আবুল কালাম ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক মোমিনুর রহমান, জাবেদ মাহমুদ প্রান্তিক, মাজহার উদ্দিন ভূঁইয়া, চীফ ফিন্যান্সসিয়াল অফিসার যুবব্রত মজুমদার,এ্যাসিসটেন্ট ম্যানেজার(এডমিন) জাফর ইকবাল, ম্যানেজার (ফিন্যান্স এ্যান্ড একাউন্টস) হারুন-অর -রশিদ, ম্যানেজার( একাউন্টস) মাইনউদ্দিন মজুমদার, এ্যাসিসটেন্ট ম্যানেজার আলী হায়দার,রোকসানা আক্তার তিন্নি, এডমিন এর কর্মকর্তা এহসানুল হক, আসিফ মুন্তাসির,চীফ সুপারভাইজার (অপারেশন ) এরশাদউল্লাহ, রিজুয়ান-উল-ইসলাম, আশফাক সাকি প্রমুখ ।
বিএনএনিউজ২৪ডটকম