16 C
আবহাওয়া
৯:৩০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী নিহত

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কাপড় ব্যবসায়ী নিহত


বিএনএ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ী- সায়েদাবাদ — গুলিস্তান ফ্লাইওভারের নিচে মুন হোটেলের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কামরুল হাসান (২৩) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সায়েদাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের বাবা ইমাম হোসেন জানান, আমার ছেলে কোরআনে হাফেজ ও কাপড় ব্যবসায়ী। আমি রাত সাড়ে ৯টার দিকে আমার ছেলের মোবাইলের মাধ্যমে জানতে পারি সায়েদাবাদ –গুলিস্তান ফ্লাইওভারের নিচে মুন হোটেলের সামনে ছুরিকাঘাতে আমার ছেলে কামরুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে পথচারীরা আমার ছেলেকে উদ্ধার করে সায়েদাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে আমি ওই হাসপাতালে গিয়ে আমার ছেলের মরদেহ দেখতে পাই।

তিনি আরও জানান, আমার ছেলে বন্ধুদের নিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়ার কথা ছিল। আমার কাছ থেকে টাকাও নিয়ে যায়। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশর পাড়া গ্রামে। বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় থাকি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে সায়েদাবাদ ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে কামরুলের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোর রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা জানতে পারি দুর্বৃত্তের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে ।

বিএনএ/ আজিজুল, ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ