17 C
আবহাওয়া
৫:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » থার্টি ফার্স্টে বন্ধ থাকবে বার, চলবে বি‌শেষ অ‌ভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

থার্টি ফার্স্টে বন্ধ থাকবে বার, চলবে বি‌শেষ অ‌ভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

থার্টি ফার্স্টে বন্ধ থাকবে বার, চলবে বি‌শেষ অ‌ভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ: ইং‌রে‌জি নতুন বর্ষবর‌ণ সাম‌নে রে‌খে আগামী ২৮ ডিসেম্বর থে‌কে ৩১ ডি‌সেম্বর পর্যন্ত মাদকের বিরুদ্ধে বি‌শেষ অভিযান চালা‌নো হবে। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্যের অপব্যবহাররো‌ধে এই অভিযান চল‌বে। ৩১ ‌ডি‌সেম্বর সন্ধ্যা ৬টা থে‌কে ১ জানুয়া‌রি সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা সব বার বন্ধ থাক‌বে।

এ সময় থা‌র্টি ফার্স্ট নাইট উদযাপ‌নে আতশবাজি ও পটকা না ফোটা‌তে সবার প্র‌তি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, এবার ৫ হাজার ৬৮২টি চার্চে বড় দিন পালন করা হ‌বে। সব চা‌র্চেই নিরাপত্তার ব্যবস্থা করা হ‌বে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ