বিএনএ, স্পোর্টস ডেস্ক : ফাইনাল জিতে ৩৬ বছরের ট্রফি খরা কাটিয়েছে মেসির আর্জেন্টিনা। নেইমারের ব্রাজিল আগেই বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।
বার্সোলোনায় মেসির সঙ্গে খেলেছেন নেইমার জুনিয়র। প্যারিস সাঁ জাঁ-তেও মেসির সতীর্থ তিনি। ব্রাজিলীয় তারকা বন্ধুকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ”অভিনন্দন বন্ধু।”
এক কিংবদন্তির বিশ্বকাপযাত্রা শেষ হলো রাজকীয়ভাবে। ফাইনালে করলেন জোড়া গোল। জিতে নিলেন গোল্ডেন বলের পুরস্কার। এমন সময়ে মেসিকে অভিনন্দন না জানিয়ে কী পারেন নেইমার?
তাই সোশ্যাল অ্যাকাউন্টে স্প্যানিশ ভাষাতেই অভিনন্দন জানালেন।
বিএনএনিউজ/এইচ.এম।