17 C
আবহাওয়া
১:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাস

বিএনএ ডেস্ক: নাটোর শহরের ভবানীগঞ্জ সরকারি লাইব্রেরির সামনে দাঁড়িয়ে থাকা মুক্তি সেনা নামে এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা ওই বাসে পেট্রল ঢেলে আগুন দেয় দুবৃত্তরা।

নাটোর সদর থানা কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (১৯ নভেম্বর) রাতে নাটোর-বগুড়া মহাসড়কের শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মুক্তি সেনা যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে ছিল। এসময় রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি নাসিম আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুর্বৃত্তদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আনা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ