18 C
আবহাওয়া
১:৪৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৮, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বস্তিতে অগ্নিকাণ্ড

রাজধানীতে বস্তিতে অগ্নিকাণ্ড

রাজধানীতে বস্তিতে অগ্নিকাণ্ড

বিএনএ, ঢাকা: রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রেণ আনে।

শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। বিকেলে ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।তিনি বলেন, উত্তরা ৮ নম্বর সেক্টরে রেললাইনের পাশে একটি বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট রওনা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ