বিএনএ ডেস্ক: কারাগারে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড ছিল বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যার ধারাবাহিকতা। জাতীয় চার নেতার আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল স্মরণ করবে। একথা বলেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে চকবাজারের মতি টাওয়ার চত্বরে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
শিক্ষা উপমন্ত্রী বলেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের দোসররা আজ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ৪ ডিসেম্বর উৎসবের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে রূপান্তরিত করতে চট্টগ্রামবাসীর প্রতি আহবান জানান শিক্ষা উপমন্ত্রী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রঞ্জু। সঞ্চালনায় ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নোমান চৌধুরী ও আওয়ামী লীগ নেতা হাজী মুহাম্মদ সেলিম রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, শ্রমিক নেতা আবদুল আহাদ।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, কাউন্সিলর নুর মোস্তফা টিনু, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, যুব সংগঠক নুরুল আনোয়ার, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ মুজিবুর রহমান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল খায়ের বাচ্চু, কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজী মুহাম্মদ সেলিম রহমান, জয়নগর ইউনিট আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাফিস ইমতিয়াজ সাঞ্জু, যুবনেতা বাবু কাজল প্রিয় বড়ুয়া, মোহাম্মদ মহিউদ্দিন, চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, চকবাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ইভান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রাসেলসহ আরও অনেকে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনা আক্তার টুনু, শওকত আলম, চকবাজার থানা আওয়ামী লীগের রতন ভট্টাচার্য, নুরুল হুদা বাচা, আবদুল হালিম, বাহার উদ্দিন খান, অনিমা কামাল, শেলী বড়ুয়া, শিল্পী বড়ুয়া, আলী নেওয়াজ খান পারভেজ, আবু তাহের মেম্বার, কাজী ইকবাল, সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন, শিবু প্রসাদ চৌধুরী, আলী হায়দার ভুইয়া, আমিনুল ইসলাম আমিন, মাহবুবুল আলম, জাহেদুল ইসলাম, মোহাম্মদ সোলেমান, মিজানুল হক রাসেল, আরিফুর রহমান মাসুদ, আবু সাইয়েদ সুমন, দেলোয়ার হোসেন, বিপ্লব বর্ধন, বিপ্লব দে, রেজাউল হক রুবেল, সাইফুল ইসলাম রুবেল, সাইমন চৌধুরী, রবিউল হোসেন রাজু, নুর সাজু, মিঠুন চক্রবর্তী, মোহাম্মদ বেলাল, মো. সবুজ, কায়সার, নাছির উদ্দীনসহ আরও অনেকে।
বিএনএ/এ আর