21 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » যুবলীগের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ

যুবলীগের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ

যুবলীগের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক সনি টাওয়ারের সামনে থানা যুবলীগের মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর পরে যুবলীগ-ছাত্রদলের সংঘর্ষে শামীম আহমেদসহ (৪৫) তিন জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম।ঘটনায় আহত শামিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এছাড়া ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

ওসি মাজাহারুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক সনি টাওয়ারের সামনে যুবলীগের একটি মতবিনিময় সভা চলছিল।এ সময় সেখান দিয়ে ছাত্রদলের নতুন কমিটি একটি মিছিল নিয়ে যাওয়ার সময় যুবলীগের সভাকে লক্ষ্য করে দুইটি ককটেল ছোড়ে। এর পরে যুবলীগ ছাত্রদলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাতে তিন জন আহত হলেও ককটেল বিস্ফোরণে কারও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।

হাসপাতালে শাকিল আহমেদ নামে এক ব্যক্তি জানান, এ ঘটনায় যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডের মূল দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও রানিং যুবলীগের সহ-সভাপতি শামীম আহমেদ আহত হয়।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ