20 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ মো. সোহেল আহমেদ সেলু (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ( ১৮ নভেম্বর) বিকালে বাকলিয়া থানাধীন বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ টি ওয়ানশুটারগান এবং ২ রাউন্ড গুলি।গ্রেপ্তার সেলু বাকলিয়ার শান্তিনগর এলাকার মৃত মোহন মাঝির ছেলে।তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে বাকলিয়া এক্সেস রোড জনৈক ইউনুছ সওদাগরের নির্মাণাধীন ভবনের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে দীর্ঘদিন যাবত ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রসী কার্যকলাপ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ