17 C
আবহাওয়া
৪:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১১০

বিএনএ,স্পোর্টসডেস্ক : তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

আফিফ,নুরুল ও মেহেদি হাসানের ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে টাইগাররা। হাসান আলি ৩টি,ওয়াসিম জুনিয়র নেন ২টি উইকেট।

টস জিতে ব্যাটিংয়ে নামে নাঈমের সঙ্গে অভিষেক হওয়া সাইফ হাসান। ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলে ১ রান করে ফিরেন মোহাম্মদ নাঈম। হাসান আলীর বলে উইকেটের পিচনে ক্যাচ আউট হন এই ওপেনার।

আরেক ওপেনার সাইফের অভিষেকটা ভালো হয়নি। মোহাম্মদ ওয়াসিমের বলে স্লিপে ক্যাচ দেওয়ার আগে খেলেন ৮ বলে ১ রানের ইনিংস। পরের উইকেট নেন কারো সাহায্য ছাড়াই ওয়াসিম। নাজমুল হোসেন শান্তকে কট অ্যান্ড বোল্ড করেন তিনি। দীর্ঘদিন পর দলে সুযোগ পাওয়া এই ব্যাটার করেন ৭ রান।

১৫ রান তুলতে তিন টপ অর্ডারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পঞ্চম উইকেটে আফিফকে নিয়ে দেখেশুনে খেলতে থাকে অধিনায়ক মাহমুদুল্লাহ । কিন্তু জুঁটি বড় করতে পারেন নি তারা। নবম ওভার করতে আসা মো: নেওয়াজের বলে  বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন মাহমুদুল্লাহ। ভাঙ্গে ২৫ রানের এই জুঁটি।

এরপর নুরুল হাসান সোহানকে নিয়ে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন আফিফ। তার ব্যাটেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু শাদাব খানে গুগলিতে বোকা বনে যান তিনি। স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে করেন ৩৪ বলে ৩৬ রান।

আফিফের বিদায়ের পর রানের চাঁকা সচল রাখার চেষ্টা করেন সোহান । তিনি করেন ২২ বলে ২৮ রান। শেষ দিকে টাইগারদের একাই এগিয়ে নেন মাহেদী হাসান। এই অলরাউন্ডার অপরাজিত থাকেন ৩০ রানে।

শেষ বলে তাসকিন ছক্কা হাঁকালে লড়াই করার মতো সংগ্রহ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন হাসান আলী। এছাড়া ওয়াসিম দুটি, নওয়াজ ও শাদাব খান একটি করে উইকেট নেন।

বিএনএ/এমএম

 

Loading


শিরোনাম বিএনএ