17 C
আবহাওয়া
৫:১১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » গণফোরামের পর এলডিপির সঙ্গে বৈঠকে ড. ইউনূস

গণফোরামের পর এলডিপির সঙ্গে বৈঠকে ড. ইউনূস

গণফোরামের পর এলডিপির সঙ্গে বৈঠকে ড. ইউনূস

বিএনএ, ঢাকা: রাষ্ট্র সংস্কার বিষয়ে আরো কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুরুতে ডাক পেয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। তবে ছাত্র-জনতার পক্ষ থেকে স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টির নাম আসায় এবার দলটি সংলাপের ডাক পায়নি।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একটি প্রতিনিধিদল নিয়ে তার সঙ্গে বৈঠকে বসে।

এলডিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। প্রতিনিধিদলে ছিলেন দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম তালুকদার।

এলডিপির বৈঠকের আগে একই দিন বিকেল ৩টায় গণফোরামের একটি প্রতিনিধিদল ড. ইউনূসের সঙ্গে বৈঠক করে। গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ৯ সদস্যের এই প্রতিনিধিদলে ছিলেন দলের সমন্বয় কমিটির চেয়ারম্যান মোস্তাফা মোহসীন মন্টু, কো-চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এস এম আলতাম, সদস্যসচিব ডা. মিজানুর রহমান মিজান, সিনিয়র অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, অ্যাডভোকেট সুরাইয়া বেগম ও মোস্তাক আহমেদ।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলমান এই সংলাপের তৃতীয় ধাপ শুরু হয়েছে গত ৫ অক্টোবর। এর আগে বিএনপি, জামায়াত, সিপিবিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজকের বৈঠকে বাংলাদেশ জাতীয় পার্টিসহ (আন্দালিব) ১৫টি রাজনৈতিক দলও অংশ নেবে বলে জানা গেছে।

ড. ইউনূসের সঙ্গে ধারাবাহিক বৈঠকগুলোতে দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনের পথ খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত