16 C
আবহাওয়া
৪:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৯, ২০২৫
Bnanews24.com
Home » নতুন বন্ধু পাতানোর দিন আজ

নতুন বন্ধু পাতানোর দিন আজ

নতুন বন্ধু পাতানোর দিন আজ

বিএনএ,ডেস্ক: বন্ধুত্ব মানবজীবনের ধারাবাহিক প্রক্রিয়া। কত কত বন্ধু হারিয়ে যায়, তালিকায় ক্রমাগত যুক্ত হয় নতুন মুখ। তবে কেউ কেউ পুরোনো বন্ধুত্ব বাঁচিয়ে রাখতে পারেন। পাড়ার গলি, স্কুলের মাঠ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পেরিয়ে হয়তো ছড়িয়ে–ছিটিয়ে যান দূরে কোথাও। নতুন নতুন বন্ধু হয়।

তাই বলে পুরোনো বন্ধুত্বে ভাটা পড়ে না কখনো। একটি ইংরেজি গান আছে, বাংলায় অর্থ দাঁড়ায়, ‘নতুন বন্ধু তৈরি করুন, কিন্তু পুরোনোকেও বাঁচিয়ে রাখুন।
শনিবার (১৯ অক্টোবর) নতুন বন্ধু পাতানোর দিন। হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয় ২০০৬ সালে। প্রথমবারের মতো পালিত হয় ২০০৭ সালে। ২০১২ সালে সামাজিক মাধ্যমে দিনটি ব্যাপক সাড়া ফেলে।

দিবসটি পালন করতে নতুন বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন অথবা কাউকে নতুন বন্ধুর স্বীকৃতিও দিতে পারেন। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই কোনো না কোনোভাবে নতুন বন্ধু তৈরি হচ্ছেই।
বন্ধুত্ব প্রসঙ্গে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘একাকী নিঃসঙ্গতার চেয়ে ভালো বন্ধু উত্তম আর নিঃসঙ্গতা মন্দ বন্ধুর চেয়ে উত্তম। ’ তার মানে হলো, ভালো এবং যথার্থ বন্ধু যদি নাও থাকে তাহলেও তা একজন মন্দ ও অযোগ্য বন্ধু থাকার চেয়ে ভালো।

একসঙ্গে অনেক দিন হাঁটাচলা, বহুমুখী যাচাই–বাছাইয়ের পরই নতুন মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করুন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ