25 C
আবহাওয়া
৬:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আইসিসি ক্রিকেট বিশ্বকাপ : ভারতকে ২৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ : ভারতকে ২৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

ICC Men's Cricket World Cup 2023

স্পোর্টস ডেস্ক :  ভারতে চলমান আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩( ICC Men’s Cricket World Cup 2023) এর বৃহস্পতিবার(১৯ অক্টোবর ২০২৩) স্বাগতিক ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ(INDIA V BANGLADESH)।

পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে(MCA International Stadium, Pune) টস জিতে আগে ব্যাটিং বেছে নেন সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ভারতকে ২৫৭ রানের টার্গেট দিল বাংলাদেশ। ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ ২৫৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

দুই ওপেনার লিটন ও তানজিদ ধীরস্থিরভাবে খেলে ১২ ওভারে ৭৭ রান করেন। বিশ্বকাপের উদ্বোধনী জুটিতে এতদিন বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৬৯( বাংলাদেশ-পাকিস্তান-১৯৯৯)।

বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ উদ্বোধনী জুটি পেল টাইগাররা। আর এই কীর্তির পাশে লেখা হলো লিটন ও তানজিদ হাসান তামিমের নাম।

২৭.৪ ওভারে ১৩৭ রানের মাথায় ফেরেন লিটন। আউট হন ৮২ বলে ৬৬ রানে। জাদেযার বলে শুভমান গিলকে ক্যাচ দিয়েছেন তিনি।

লিটনের আগে মেইডেন ফিফটি তুলে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। ৪৩ বলে ৫১ রানের ইনিংস খেলেন এই তরুণ। তবে নাজমুল শান্ত ১৭ বলে ৮, মেহেদী মিরাজ ১৩ বলে ৩ রান, তৌহিদ হৃদয় ৩৫ বলে ১৬, মুশফিক ৪৬ বলে ৩৮ রান,নসুম আহমেদ ১৮ বলে ১৪ রান, মোহাম্মদ উল্লাহ রিয়াদ ৩৬বলে ৪৬ রান করে আউট হন।

বাংলাদেশের সংগ্রহ  ৫০ ওভারে ২৫৬/৮। মোহাম্মদ শরীফুল ৭ ও মোস্তাফিজুর রহমান ১ রানে অপরাজিত থাকেন ।

বিএনএনিউজ২৪,INDIA V BANGLADESH, ICC Men’s Cricket World Cup 2023, জিএন

Loading


শিরোনাম বিএনএ