24 C
আবহাওয়া
৮:১৮ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, কমতে পারে রাতের

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, কমতে পারে রাতের

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, কমতে পারে রাতের

বিএনএ, ঢাকা: আবহাওয়ার পূর্বাভাসে আজ বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়াও আগামী পাঁচ দিনে (১২০ ঘণ্টায়) বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ডে সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়ায় সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অব্স্থা থেকে জানা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: কর্ণফুলী থানার নতুন ওসি জহির

আজ ঢাকায় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৮-১২) কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৮ মিনিটে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ