24 C
আবহাওয়া
১:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ওমানের বিরুদ্ধে টাইগারদের ২৬রানে জয়

ওমানের বিরুদ্ধে টাইগারদের ২৬রানে জয়

ওমানের বিরুদ্ধে টাইগারদের ২৬রানে জয়

বিএনএ, স্পোর্টস ডেস্ক : ওমানের বিরুদ্ধে ২৬ রানের কষ্টার্জিত জয় পেলো বাংলাদেশ।মঙ্গলবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পায় টাইগাররা। এ জয়ের মধ্য দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার আশা জিইয়ে রাখলো বাংলাদেশ।

১৫৪ রানের জয়ের লক্ষে খেলতে নামা ওমান  শুরুতে উইকেট হারায় ওমান। দলীয় ১৩ রানে মুস্তাফিজের এলবির শিকার ওপেনার আকিব ইলিয়াস (৬)। ৮ রানে জীবন পাওয়া প্রজাপতি আউট হন ব্যক্তিগত ২১ রানে। মুস্তাফিজের বলে উইকেটের পেছন ক্যাচ জমান সোহান। তারপরও পাওয়ার প্লেতে ৪৭ রান তুলে বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছিলো ওমান।

দলের রানের গতি বাড়াতে থাকেন যতীন্দ্র সিং ও অধিনায়ক জিশানা মাকসুদ। মাহমুদউল্লাহ ক্যাচ মিস করলে ৬ষ্ঠ ওভারে জীবন পান যতিন্দ্র। ওমানকে ৮১ রানের মাথায় চেপে ধরেন মেহেদী হাসান।

দারুণ ক্যাচ লুফে নিয়ে জিশান মাকসুদকে ফেরান মুস্তাফিজুর রহমান। তখনও সাবলীলভাবে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন  যতীন্দ্র সিং। ৩৩ বলে ৪০ রান করা যতীন্দ্র সিংকে ফেরান সাকিব। তার বলে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেন লিটন।

ওমান শতরান ছাড়িয়ে যাওয়ার পর আবার শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে। তবে এরপর দ্রুতই সাইফউদ্দিন ও সাকিবের আঘাতে ম্যাচে ফেরে টাইগাররা। সন্দ্বীপকে (৪) মুশফিকুর রহীমের ক্যাচ বানান সাইফউদ্দিন।

১৭তম ওভারে সাকিবের জোড়া আঘাত। তৃতীয় বলে ফেরান ৯ রান করা আয়ান খানকে। পরের বলেই নাসিম খুশির ক্যাচ লুফে নেন মাহমুদুউল্লাহ। চার উইকেটে ১০০ করা ওমান পরের তিন উইকেট হারায় মাত্র পাঁচ রানে। বাংলাদেশি ভক্তদের কপালের ভাঁজ দূর হয়।

মুস্তাফিজ চারটি সাকিব আল হাসান তিনটি এবং সাইফ উদ্দিন ও মেহেদী হাসান একটি করে উইকেট নেন।

এর আগে টসজয়ী বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ১৫৩ রান করে। এদিন উদ্বোধনী ব্যাটসম্যানে পরিবর্তন আনা হয়। তবে তাতে লাভ হয়নি পারফরম্যান্সে। আগের ম্যাচের মতোই শুরুতে দুই উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।  ব্যক্তিগত ৪ রানে প্রাণ ফিরে পান লিটন দাস। তবে সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। বিলাল খানের বলে ক্যাচ তুলে দেন লিটন। তবে সেটি ধরতে ব্যর্থ হন কাশাপ প্রজাপতি। এরপরই বিদায়ঘণ্টা বাজে তার। বিলাল খানের দুর্দান্ত ইর্য়কারে পরাস্ত হন লিটন। ফিরে যান ৬ রান করে।

লিটনের পর একই পথে হাঁটেন মেহেদী হাসানও। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে তিন নম্বরে নামেন মেহেদী হাসান। কিন্তু তাতেও নড়বড়ে বাংলাদেশ। শুরুর চাপ তো দূরের কথা, উল্টো দলকে বিপদেই ফেলে গেলেন তিনি। ফায়াজ বাটের দুর্দান্ত ফিরতি ক্যাচে ফিরে যান মেহেদী। নিজের বলে বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্যাচ নিয়েছেন ফায়াজ। ৩ বল খেলে শূন্য রানে ফিরেছেন মেহেদী। দলের বিপর্যয়ে ধরে খেলার চেষ্টা করেন সাকিব ও নাঈম।  ২৯ বলে ৪২ রান করে সাকিব রান আউটের শিকার হন। সৌম্যর বদলি হিসেবে নামা ওপেনার নাঈম শেখ তুলে নেন ফিফটি। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৬৪ রান। চার মেরে ফিফটি পূর্ণ করেন নাঈম। ৪৩ বলে এ মাইলফলক পূর্ণ হয়েছে তার।

কলিমউল্লাহর বলে ৫ বলে ১ রান করে ফিরে গেছেন  আকিফ। ৮ নম্বরে নামা মুশফিকুর রহিমও এদিন ব্যর্থ ছিলেন। ৬ রান করে ফিরে গেছেন সাজঘরে।

বেলাল খানের বলে পরাস্ত হয়ে বোল্ড হয়ে ফিরেছিন মাহমুদউল্লাহ। তার ব্যাট থেকে আসে ১০ বলে ১৭ রান। ইনিংসের শেষ বলে বিলাল খানের বলে মুস্তাফিজ ক্যাচ আউট হলে অলআউট হয়ে যায় বাংলাদেশ।}

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ