22 C
আবহাওয়া
১১:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৫১ জন

ডেঙ্গু : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৫১ জন

ডেঙ্গু পরিস্থিতি, নতুন আক্রান্ত ১৮৩

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন  হাসপাতালে ডেঙ্গু  আক্রান্ত হয়ে নতুন  ১৫১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে  গত ২৪ ঘন্টায়  রাজধানী  ঢাকায় ১০৫  জন  এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪৬ জন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল  রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে  এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো  হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছে ৭৯৮ জন।
চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২১ হাজার ৭২৫ জন ভর্তি হয়েছে ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২০  হাজার ৮৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছে।
এরমধ্যে ঢাকার  সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৬০৯ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৮৯ জন ভর্তি রয়েছে।  এই সময়ে  মোট মৃত্যুর সংখ্যা ৮৩ জন |

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ