25 C
আবহাওয়া
৭:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রশ্ন ফাঁস করলে ১০ বছর কারাদণ্ড

প্রশ্ন ফাঁস করলে ১০ বছর কারাদণ্ড

প্রশ্ন ফাঁস করলে ১০ বছর কারাদণ্ড

বিএনএ ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন ২০২১ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।মঙ্গলবার (১৯শে অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম  জানান, খসড়া আইন অনুযায়ী প্রশ্নফাঁসে জড়িতরা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, সর্বনিম্ন ৩ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

তিনি বলেন, ই-কমার্সকে নীতিমালার মধ্যে আনতে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে। আগামি ২-১ মাসের মধ্যে সার্বিক স্বচ্ছতা আনা হবে। এ ব্যাপারে কাজ করতে মন্ত্রিপরিষদকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েয়েছেন বলে জানান  খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ