16 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » চসিকের ১৪ ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্বে ৩ কর্মকর্তা

চসিকের ১৪ ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্বে ৩ কর্মকর্তা

চসিকের ১৪ ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্বে ৩ কর্মকর্তা

বিএনএ, চট্টগ্রাম: কাউন্সিলরদের অনুপস্থিতকালীন স্থানীয় সরকার বিভাগের স্মারক ও প্রজ্ঞাপন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ এর ধারা ৪ (ক) অনুযায়ী চসিকের ৩ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ১৪টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) চসিকের প্রশাসকের অনুমোদনক্রমে সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের জারি করা অফিস আদেশে তিন কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব দেওয়া হয়।

তারা সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসের আওতাধীন কর্মীদের হাজিরা, বেতন-ভাতার বিষয়ও তদারকি করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

অঞ্চল ১ ও ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম ৭, ৯, ১১, ১৩ ও ২৬ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন।

অঞ্চল ২ ও ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরীন ফেরদৌসী ৪, ৬, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের এবং অঞ্চল ৪ ও ৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ১৫, ২১, ২৩, ২৫ ও ৩৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে এ আদেশ কার্যকর হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ