স্পোর্টস ডেস্ক: প্রায় ৬ মাস পর ঘরের মাঠে টেস্ট খেলতে নামছে ভারত। অন্যদিকে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বেশ উজ্জীবিত বাংলাদেশ। এবার টিম ইন্ডিয়ার বিপক্ষেও অধরা জয়ের অপেক্ষায় টাইগাররা।
ভারতের বিপক্ষে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে জয়খরা কাটাতে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
টস জিতে শান্ত বলেছেন, কন্ডিশন কাজে লাগিয়ে উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলে নিতে চান তিনি।
পাকিস্তান সফরে সর্বশেষ টেস্টের মতো এই টেস্টেও তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডার খেলাবে টাইগার টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তিন পেসার ও দুই স্পিনার খেলাবে টিম ইন্ডিয়া।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।
বাংলাদেশের একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
বিএনএনিউজ২৪/ এমএইচ