18 C
আবহাওয়া
১২:৩৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিল আজ

তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিল আজ

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা

ঢাকা:  তৃণমূল বিএনপির প্রথম কাউন্সিল আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির সাবেক মন্ত্রী মরহুম নাজমুল হুদার প্রতিষ্ঠিত দলটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল করবে বলে জানা গেছে। কাউন্সিলে বিএনপির সাবেক, বহিষ্কৃত ও নিষ্ক্রিয় শতাধিক নেতা কর্মী আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তাদের মধ্যে রাজনৈতিক অঙ্গনে পরিচিত ও আলোচিত মুখ শমসের মবিন চৌধুরী ও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারও রয়েছেন।

তৃণমূল বিএনপির নেতারা ইঙ্গিত দিয়েছেন- শীর্ষ দুই পদে এ দুই নেতা থাকতে পারেন।

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা হুদা সোমবার রাতে সাংবাদিকদের বলেন, আমাদের দলে শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার যোগ দিচ্ছেন সেটা নিশ্চিত। তারা ভালো পদে থাকবেন বলে আশা করি। দলের গঠনতন্ত্রে চেয়ারম্যানের পাশাপাশি কো-চেয়ারম্যানের পদ থাকছে।

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপিকে ভাঙার কোনো ইচ্ছা আমাদের নেই। আর যারা যোগ দেবেন তারা বিএনপির কোনো পদে নেই। কাউন্সিলে আরও চমক আছে। আরও অনেকে যোগ দেবেন। নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। তবে নির্বাচনের সব প্রস্তুতি দলের রয়েছে।

এরআগে তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট অন্তরা সেলিমা হুদা বলেছিলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে তিনশ আসনেই নিজেদের দলের প্রার্থী দেব আমরা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনশ আসনে দলের প্রার্থীদের তালিকা করা হচ্ছে।

বিএনএনিউজ২৪,জিএন/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ