24 C
আবহাওয়া
২:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হেরে পদত্যাগ নেপাল কোচের

হেরে পদত্যাগ নেপাল কোচের


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কাছে হেরে সাফ শিরোপা খুইয়েছে নেপাল। আর এই ব্যর্থতা মেনে নিয়ে নারী দলের কোচ কুমার থাপা ফাইনাল শেষ হতেই পদত্যাগ করেছেন।

দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ হওয়াতেই পদ ছাড়ছেন বলে জানিয়েছেন তিনি।

কুমার থাপা বলেন, নেপাল জাতীয় নারী দলের কোচের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করছি। যদি কেউ সাফল্য না পায়, তার এই পদে থাকা উচিত না।

কুমার থাপা আরও যোগ করে বলেছেন, ‘প্রতিজ্ঞা রাখতে না পারায় আমি নেপালে সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি।’

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ