14 C
আবহাওয়া
১১:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কর্ণফুলীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

কর্ণফুলীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : কর্ণফুলী নদীর সদরঘাট আনু মাঝিরঘাটে নিখোঁজ স্কুলছাত্র মো. রাহাতের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি জানান,শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় মাঝিরা কর্ণফুলী নদীর ৭ নম্বর ঘাট এলাকায় মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে যায় রাহাত। রাহাতের বাকি ৫ বন্ধুকে স্থানীয় মাঝিরা উদ্ধার করতে পারলেও সে নিখোঁজ ছিল। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিপ্লব কুমার নাথের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালনা করেছিলেন ডুবুরিরা।

মো. রাহাত সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির কামাল উদ্দীনের ছেলে। সে নগরের সদরঘাট সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ