27 C
আবহাওয়া
৫:১৩ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানে নারীদের ফের বিক্ষোভ

আফগানিস্তানে নারীদের ফের বিক্ষোভ

আফগানিস্তানে ফের নারীদের বিক্ষোভ

বিএনএ বিশ্ব ডেস্ক : আফগানিস্তানে সদ্য বিলুপ্ত নারী বিষয়ক মন্ত্রাণালয়ের সামনে আফগান নারীরা ফের বিক্ষোভ করেছেন। রোববার (১৯সেপ্টেম্বর) দিনের বেলা এ বিক্ষোভে অনেক নারী অংশ নেন।

সাবেক মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে ‘দাওয়াত, নির্দেশনা, ভাল কাজে নির্দেশ দেওয়া এবং মন্দকে নিষেধ করা’ বিষয়ক মন্ত্রণালয় হিসেবে পরিবর্তন করেছে তালেবান সরকার। এর প্রতিবাদে আফগান নারীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।

সমবেত নারীরা সরকারের কাছে ব্যক্তি স্বাধীনতা, সমঅধিকার, নারীদের শিক্ষা ও কাজ করার সুযোগ দাবি করেন। তারা বলেন, আসুন সকলে মিলে মিশে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই।

তালেবানরা কেন মন্ত্রাণালয়টি বিলুপ্ত করেছে সে সম্পর্কে কোন ব্যাখা দেয় নি। কেবল বলেছে, ওই মন্ত্রাণালয়ের বিকল্প আসছে।

আরও পড়ুন : তালেবানরা যাতে মানুষের মৌলিক অধিকার ও নারী অধিকারের ব্যাপারে নমনীয় হয় সে জন্য বিশ্ব নেতাদের কাজ করতে হবে।-ড. হাবিবা সারাবি 

গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে তালেবানরা আফগানিস্তান দখলে নেয়। এর প্রায় একমাস পর তালেবান ও তাদের জোট মন্ত্রী পরিষদ শাসিত অস্থায়ী সরকার গঠন করেছে।

বিএনএনিউজ২৪ডটকম,জিএন

Loading


শিরোনাম বিএনএ