বিএনএ, ঢাকা : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে খাতভিত্তিক লেনদেনে এর আগের সাপ্তাহে শীর্ষে থাকা বীমা খাতকে সরিয়ে শীর্ষে উঠে এসেছে আর্থিক খাত।এসময়ে ডিএসইর মোট লেনদেনে খাতটির অবদান ছিল ১৩.১ শতাংশ। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, গত সপ্তাহে লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ-রসায়ন খাত। ডিএসইর মোট লেনদেনে খাতটির অংশ গ্রহণ ১১.৩ শতাংশ। এছাড়া প্রকৌশল খাত ১০.৫ শতাংশ অবদান রেখে ডিএসইর লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে। ডিএসইর মোট লেনদেনে অবদান রাখা অন্যান্য খাতগুলোর মধ্যে- বস্ত্র খাতে ১০.১ শতাংশ, ব্যাংক খাতে ৭.৯ শতাংশ, বিবিধ এবং বিদ্যুৎ জ্বালানি প্রত্যেক খাতে ৭.৮ শতাংশ করে, সাধারণ বিমা খাতে ৬.১ শতাংশ, জীবন বিমা খাতে ৫.৫ শতাংশ, খাদ্য-আনুষাঙ্গিক খাতে ৪.৪ শতাংশ, সিমেন্ট খাতে ২.৮ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৪ শতাংশ, আইটি খাতে ২.১ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ও টেলিকমিউনিকেশন প্রত্যেক খাতে ১.৯ শতাংশ, সিরামিকস খাতে ১.৫ শতাংশ, কাগজ খাতে ১.৩ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৮ শতাংশ,ভ্রমণ খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ২ শতাংশ লেনদেন হয়েছে।
বিএনএ নিউজ২৪,শহীদুল,জিএন