19 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ৫ বছরেও চালু হয়নি যেখানে পোশাক শ্রমিকদের স্বাস্থ্য বীমা

৫ বছরেও চালু হয়নি যেখানে পোশাক শ্রমিকদের স্বাস্থ্য বীমা

পোশাক শ্রমিক

বিএনএ, গাজীপুর : গাজীপুর শিল্পাঞ্চলে হাজার -হাজার পোশাক শিল্প-কারখানায় লাখ-লাখ শ্রমিক কাজ করছেন। অনেক আন্দোলন, সভা সমাবেশ ও প্রতিশ্রুতি সত্ত্বেও ৫ বছরেও চালু হয়নি পোশাক শ্রমিকদের স্বাস্থ্য বীমা।

জানা গেছে, ২০১৫ সাল থেকে ২০২১ অর্থ বছরে ৫ বছর সময় কাল অতিক্রম হলেও এ শিল্প অঞ্চলের হাতে গুনা কয়েকটি পোশাক কারখানা ছাড়া কেউই শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমা চালু করতে পারেনি।

সূত্র মতে, শ্রমিক, মালিক এবং সরকারকে প্রিমিয়াম প্রদানে অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক হিসাব মতে, তৈরি পোশাক শ্রমিকদের একটা উপযুক্ত সুবিধা প্যাকেজ এর আওতায় আনতে হলে বছরে প্রায় প্রতিজনের এক হাজার টাকা প্রিমিয়াম প্রয়োজন হবে। উল্লিখিত প্রিমিয়ামের ৩৬৫ টাকা শ্রমিক, ৩৬৫ টাকা মালিক এবং বাকি ২৭০ টাকা সরকার বহন করার প্রস্তাব করা হয়েছে।

এম. এস. রুকন,জিএন

Loading


শিরোনাম বিএনএ