18 C
আবহাওয়া
১০:০১ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টি

বিএনএ ডেস্ক: আগামি ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবানা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঢাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকার পর নামতে পারে বৃষ্টি। আগামি দুইদিন আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে পরবর্তী ৫ দিনের মধ্যে আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে বলে জানায় সংস্থাটি।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ সংবাদ মাধ্যমকে বলেন, সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাতেও বৃষ্টি হতে পারে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল  বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষনের সম্ভাবনা আছে। সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সন্দীপে ১৯৩ মিলিমিটার।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ