বিএনএ ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে প্রিমিয়ার লিগের অন্যতম ক্লাবটি।
শনিবার (১৮ সেপ্টেম্বর ) ঘরের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে দুটোতেই দাপুটে ছিল লিভারপুল। ম্যাচের ৬০ ভাগ সময় বল দখলে রেখে ২৫টি শট নেয় তারা, যার মধ্যে ১০টিই ছিল অনটার্গেটে যাওয়ার মতো। আর প্যালেসের ১২ শটের মাত্র দুটি লক্ষ্যে যাওয়ার মতো ছিল।
ম্যাচের ৪৩ মিনিটে লিড পায় অলরেডরা। মোহাম্মদ সালাহর হেড প্যালেস কিপার রুখে দিলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন সাদিও মানে। লিভারপুলের জার্সিতে সেনেগালের এই ফরোয়ার্ডের এটি শততম গোল । ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ক্লপের দল। এবার স্কোর শিটে নাম তোলেন মোহাম্মদ সালাহ। কর্নারে ভার্জিল ফন ডাইক হেড করতে লাফিয়ে ঠিকমতো বলে মাথা ছোঁয়াতে পারেননি। তার কাঁধে লেগে বক্সের মুখে সালাহর পায়ে বল চলে যায়। আর সেই সুযোগ হাতছাড়া করেন নি মিসরের এই ফরোয়ার্ড।
৮৯ মিনিটে দুর্দান্ত ভলিতে লিভারপুলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন নাভি কেইটা। ফলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লিভারপুর। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অলরেডরা। দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি, তিনে আছে ইউনাইটেড।
এদিকে, ইপিএলের প্রথম তিন ম্যাচে হারের লজ্জা পাওয়ার পর শনিবার রাতে টানা দ্বিতীয় জয় পেয়েছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে প্রথমার্ধেই জয়সূচক গোলটি পায় গানাররা। ৩০ মিনিটে দুর্দান্ত ফ্রি কিক থেকে আর্তেতার দলের জয় নিশ্চিত করেন নরওয়ের মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
বিএনএনিউজ/আরকেসি