bnanews24.com
মসজিদে বিস্ফোরণ, তিতাসের ৮ কর্মকর্তা -কর্মচারী গ্রেফতার

মসজিদে বিস্ফোরণ, তিতাসের ৮ কর্মকর্তা -কর্মচারী গ্রেফতার

বিএনএ, ঢাকা: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাস কোম্পানির ৮ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির ডিআইজি মাইনুল হাসান।

এর আগে কর্তব্যে অবহেলার অভিযোগে ৮ কর্মকর্তা -কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

গ্রেফতাররা হলেন- তিতাসের ফতুল্লা অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী এসএম হাসান শাহরিয়ার, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, সিনিয়র সুপারভাইজার মো. মুনিবুর রহমান চৌধুরী, সিনিয়র উন্নয়নকারী মো. আইউব আলী, হেলপার মো. হানিফ মিয়া, কর্মচারী মো. ইসমাইল প্রধান।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে।

বিএনএ/ওজি,আজিজুল হাকিম

আরও পড়ুন

খাতুনগঞ্জের ব্যবসায়ীদের  শত কোটি টাকা ক্ষতি

RumoChy Chy

ইভিএমে জালিয়াতির সুযোগ নেই-ইসি সচিব

RumoChy Chy

লরির ধাক্কায় যুবক নিহত

Osman Goni