31 C
আবহাওয়া
১২:২০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে শত শত গ্রেফতার-জাতিসংঘ

মিয়ানমারে শত শত গ্রেফতার-জাতিসংঘ

মিয়ানমারে শত শত গ্রেফতার-জাতিসংঘ

বিশ্ব ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার কমিশনের ডেপুটি হাইকিশনার নাদা আল নাসিফ জানিয়েছেন,মিয়ানমারে আন্দোলনকারীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সাড়ে ৩শ এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা, ডাক্তার, সাংবাদিক ও রাজনৈতিক নেতা কর্মী রয়েছেন। খবর রেডিও ফ্রি এশিয়া( আর এফএ)। অন্যদিকে দেশের কল্যাণে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে বলে দাবি করেন জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত।

খবরে বলা হয়, সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে, ইয়াঙ্গুন, মান্দালা ও রাজধানী নেপি দ হতে। গত নভেম্বরের নির্বাচনে ব্যাপক ভোটার জালিয়াতির অভিযোগে ১লা ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখল করে।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ