28 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফরমকে পুনর্গঠনে নতুন টিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফরমকে পুনর্গঠনে নতুন টিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফরমকে পুনর্গঠনে নতুন টিম

বিএনএ, ঢাকা: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফরমকে পুনর্গঠন করতে নতুন চারটি টিম গঠন করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেলে অর্গানাইজিং উইং, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন উইং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইং ও অথরাইজেশন নামে ৩১ জনবিশিষ্ট এই চারটি টিম গঠন করে একটি বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই টিমগুলো মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফরমকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করবে। ইতোমধ্যে আমাদের সমর্থনে গঠিত সমন্বয়ক কমিটিগুলো বহাল থাকবে এবং বিভিন্ন পরিসরে নতুনভাবে সব কমিটি পুনর্গঠন করা হবে। শৃঙ্খলা রক্ষা এবং ভুয়া সমন্বয়ক বিভ্রান্তি দূর করতে বর্তমান কমিটিগুলোর অথরাইজেশন এবং নতুন কমিটি গঠনে কাজ করবে। ছাত্র-জনতার অভ্যুত্থান রক্ষা এবং জনমানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’

এই চারটি টিমের মধ্যে অর্গানাইজিং উইংয়ে আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদসহ আটজন রয়েছেন। প্রগ্রাম ইমপ্লিমেন্টেশন উইংয়ে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের, মাহিন সরকারসহ ১৮ জন রয়েছেন, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন উইংয়ে তিনজন এবং অথরাইজেশনে সারজিস আলম ও আবু বাকের মজুমদার রয়েছেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ