19 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে গাঁজাসহ পিতা-পুত্র আটক

ঝিনাইদহে গাঁজাসহ পিতা-পুত্র আটক

ঝিনাইদহে গাঁজাসহ পিতা-পুত্র আটক

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে গাঁজাসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার আড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দর্শনা থেকে কিছু মাদক ব্যবসায়ী মাদক নিয়ে মোটর সাইকেলযোগে কালীগঞ্জ যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আড়পাড়া এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। সেসময় সন্দেহ হলে একটি মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাশী করে। সেসময় অভিনব কায়দায় থাকা তিনকেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় চুয়াডাঙ্গার দর্শনা এলাকার শাহাবুল ইসলাম ও তার ছেলে আশিকুল ইসলামকে।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয়েছে।

বিএনএনিউজ/আতিক রহমান,বিএম

Loading


শিরোনাম বিএনএ