18 C
আবহাওয়া
১০:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু


বিএনএ, কুমিল্লা:  চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার বৈদ্যুতিক লাইন খুলতে গিয়ে কুমিল্লায় আবুল কাশেম নামের এক আওয়ামী লীগ নেতা  মারা গেছে। শুক্রবার (১৯ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে আদর্শ সদর উপজেলার বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান  বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানান।

পাঁচথুবী ইউনিয়নের চেয়ারম্যান মো. হাছান রফি রাজু জানান, মসজিদে ফজরের নামাজের পর বাড়িতে আসেন আবুল কাশেম। এরপর গ্যারেজে গিয়ে চার্জ দেওয়া অটোরিকশার বৈদ্যুতিক লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আবুল কাশেম উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ