24 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » সরকারি চাকরিতে বয়সসীমা ২১ মাস ছাড়

সরকারি চাকরিতে বয়সসীমা ২১ মাস ছাড়

সরকারি চাকরিতে বয়সসীমা ২১ মাস ছাড়

বিএনএ ঢাকা: করোনা মহামারির কারণে সরকারি চাকরিপ্রার্থীদের বয়সসীমা বাড়িয়েছে সরকার। গত বছরের ২৫ মার্চ থেকে চলতি বছরের পুরোটাই, অর্থাৎ ২১ মাস এই ছাড় দেয়া হয়। তবে, বিসিএস পরীক্ষার্থীদের এই সুযোগের বাইরে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, চাকরির বয়সসীমা বাড়ানোর ফলে গত বছরের ২৫ মার্চের পর থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়ে যাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছাড়িয়ে গেছে বা যাচ্ছে, তারা এই সুবিধা পাবেন। আর ২৫ মার্চের আগের জন্য যে সুযোগ দেয়া হয়েছিল সেটি বহাল থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা এর অন্তর্ভুক্ত নয়। কারণ করোনার মধ্যেও বিসিএস-এর নিয়মিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই বিসিএসকে এই সুযোগের বাইরে রাখা হয়েছে।

করোনা মহামারির কারণে গত বছরের মার্চ থেকে সরকারি চাকরিতে সব ধরনের নিয়োগ স্থগিত ছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তাদের ক্ষতি পুষিয়ে দিতে এই ছাড় দিল সরকার।

এ সিদ্ধান্তের ফলে গত বছরের ২৫ মার্চের পর থেকে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে যাদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ ছাড়িয়ে গেছে বা যাচ্ছে, তারা এই ছাড়ের সুবিধা পাবেন।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর। প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ দেয়া হয়। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদগুলোতে নিয়োগের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি দফতরের।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এই সংক্রমণ মোকাবেলায় ২৫ মার্চ থেকে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি ছিল। গত বছরের শেষের কয়েক মাস এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত করোনা পরিস্থিতি কিছুটা সহনীয় পর্যায়ে আসে। গত এপ্রিল থেকে আবারও সংক্রমণ বাড়তে থাকায় বিধি-নিষেধ জারি করা হয়। করোনার কারণে সাধারণ ছুটি ও বিধি-নিষেধ চলাকালে বিসিএস ছাড়া অন্য সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত প্রকাশিত হয়নি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ