বিএনএ, রাঙামাটি: রাঙামাটি শহরের একমাত্র অভ্যন্তরীণ গণপরিবহন সিএনজিচালিত অটোরিক্সা। বুধবার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে হঠাৎ অটোরিক্সা শ্রমিকদের আন্দোলনে বন্ধ করে দেওয়া হয় এই গণপরিবহন। এতে দুর্ভোগে পড়ছেন নানান পেশার মানুষ।
জানা যায়, তুচ্ছ এক বাকবিতণ্ডাকে কেন্দ্র করে একটি মামলায় রাঙামাটি সিএনজি অটোরিক্সা সমিতির লাইনম্যান নয়নকে আটক করে পুলিশ। পরে তাকে আজ (বুধবার) কোর্টে পাঠানো হলে জামিন না মঞ্জুর করে কোর্ট তাকে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় বেলা আড়াইটার দিকে হঠাৎ অটোরিক্সা বন্ধ করে দেয় শ্রমিকরা। শহরের একমাত্র অভ্যন্তরীণ পরিবহন হওয়ায় এতে চরম দুর্ভোগে পড়ছেন রাঙামাটির সাধারণ যাত্রীরা।
স্থানীয় যুবক সায়ন্তনু চাকমা বলেন, আমি ব্যাংকে একটা কাজে এসেছি, কাজ শেষ করে ফেরার পথে হঠাৎ শুনি সিএনজি অটোরিক্সা বন্ধ। এখন বাসায় কেমনে যাবো। সিএনজি অটোরিক্সা রাঙামাটির একমাত্র অভ্যন্তরীণ পরিবহন হওয়ায় তারা যেমন খুশি তেমন করেন। তাদের মন মত ভাড়া নেন এবং মনে চাইলে গাড়ি বন্ধ করে দেন।
দশম শ্রেণীর এক ছাত্রী বলেন, আমি প্রাইভেটের জন্য বের হয়েছি। তিনটা থেকে প্রাইভেট ছিলো, সামনে পরীক্ষা কিন্তু প্রাইভেটে যেতে পারলাম না।
রাঙামাটি অটোরিক্সা মালিক শ্রমিক সমিতির সভাপতি পরেশ মজুমদার বলেন, আমাদের এক লাইনম্যান নয়নকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এক যাত্রীর সাথে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয় এবং যে মামলা করে সে কোর্টের এক পেশকারের ভাই বলে জেনেছি। মিথ্যা অপরাধে আমাদের লাইনম্যানকে জামিন না মঞ্জুর করেছে। তাই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে অটোরিক্সা বন্ধ করেছে। আমরা কথা বলছি প্রশাসনের আশ্বাস পেলে পুনরায় গাড়ি চলাচল চালু হবে।
এ বিষয়ে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, একটি মামলা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে আমরা জেনেছি অটোরিক্সা শ্রমিকরা পরিবহন ধর্মঘট করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্তক রয়েছি। সবার আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নিন্দার ঝড়।
বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন,বিএম