17 C
আবহাওয়া
১১:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

সীতাকুণ্ডে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ট্রেনের ধাক্কায়

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে রেল লাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রুহুল আমিন হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ভাটিয়ারী রেললাইনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত রুহুল আমিন ভোলা জেলার লালমোহন থানার বদরপুর গ্রামের কারিগর বাড়ির বিল্লাত কারিগরের পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত যুবক আরও কয়েকজনের সাথে রেললাইনে হাঁটার সময় ঢাকামুখী কর্ণফুলী এক্সেপ্রেস ট্রেনের সাথে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় নিহত হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই সালাউদ্দিন আল নোমান বলেন, ভাটিয়ারী রেল স্টেশন থেকে অন্তত ১ কিলোমিটার উত্তরে রেললাইনের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বিএনএনিউজ/বিএম/হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ