বিশ্ব ডেস্ক : দল জিতেও একটি মিডিয়া কোম্পানীর মালিকানা থাকার মামলায় মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা লিমজারোয়েনরাত এর সংসদ সদস্য পদ থাকা ও প্রধানমন্ত্রী হবার পথ বন্ধ করে দিয়েছে। খবর পাতায়া মেইল।
থাইল্যান্ডে এই প্রথম সরকার গঠনের যাবতীয় আয়োজন করেও মুভ ফরোয়ার্ড পার্টির নেতা মি. পিটা প্রধানমন্ত্রী হতে পারছেন না।
যদি মুভ ফরোয়ার্ড পার্টির নেতা পিটা সংসদীয় ভোটের দ্বিতীয় রাউন্ডে হেরে যান এবং ফেউ থাইকে সরকার গঠনে নেতৃত্ব দিতে দেন। তাহলে ফিউ থাই পার্টি প্রাক্তন সম্পত্তি টাইকুন স্রেথা থাভিসিনকে দলের পক্ষে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে প্রস্তাব করবে।
এদিকে বুধবার বিকেলে ফেউ থাইয়ের প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী প্রার্থীদের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কনিষ্ঠ কন্যা পেতংটার্ন উপরোক্ত তথ্য প্রকাশ করেন।
এরআগে প্রধানমন্ত্রীর ভোটে এমএফপি নেতা পিটা লিমজারোয়েনরাতের জন্য ফেউ থাইয়ের পূর্ণ সমর্থন নিশ্চিত করেন তিনি।
আগের খবর : থাই প্রধানমন্ত্রী হতে পারছেন না পিটা
বিএনএনিউজ২৪,জিএন/ হাসনাহেনা